আকাশি দলিলে লেখা থাক রক্তের অধিকার
জানি না কতটা ভেবেছ! উত্তরাপথ ঘুরে নিঃস্ব হবার মন্ত্র যে শিখেছি! শরীরের গান দিয়ে ভেঙেছি…..
জানি না কতটা ভেবেছ! উত্তরাপথ ঘুরে নিঃস্ব হবার মন্ত্র যে শিখেছি! শরীরের গান দিয়ে ভেঙেছি…..
চাঁদফুলের বাজনা খালি খালি নিঝুম আঁকা চাঁদ। খেয়ালের ভেতর জড়িয়ে যায় শূন্যের অসুখ। ইসোফেগাসের দেয়াল…..
বুলেভার্ডের বেঞ্চি বুলেভার্ডের বেঞ্চিটি আজ ফাঁকা আর কোন প্রেমিকের অপেক্ষা বসে নেই নেই কোন আঙুলে…..
তোমার জন্য সাজিয়ে রেখেছি শিউলি পাতার ভাঁজে শরতের শিশির, লাল ধুলোয় লুকোনো শীতের নরম রোদ্দুর…..
তোমার অলৌকিকতায় তোমার অবস্থানটি অন্ধকার আকাশে কালপুরুষের মত কোন চলাচল নেই মেলামেশায় গা ঘেঁসাঘেঁসি…..