মল্লিকা বিশ্বাস। কবি ও চিকিৎসক।

উচ্চশিক্ষা সাবেক সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে, বর্তমানে বাংলাদেশের কুমিল্লায় সনোলজিস্ট ও শিক্ষকতায় নিয়োজিত। কাজের পাশাপাশি বিভিন্ন সেবামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সাথে জড়িত। নারীদের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনার-হুইলের সাথেও যুক্ত। প্রবন্ধ ও গদ্য লেখার পাশাপাশি পদ্য লেখার প্রতি ঝোঁক। যদিও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'জেগে খাতে আশা' প্রকাশ হয় একুশের বইমেলা ২০১৮তে। প্রকাশিতব্য দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কাব্যাঞ্জলি' ২০১৯।