মানবেশ মিদ্দার। কবি।

পড়াশুনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থেকে সংস্কৃত বিষয় নিয়ে। কিশোর বয়স থেকেই লেখালিখির একটা ইচ্ছা জেগেছিলো, স্কুলের দেয়াল পত্রিকা দিয়েই লেখালিখির শুরু। এই লেখা নিতান্তই নেশার। অনেক পরে দু-একটা পত্রিকায় লেখা পাঠানো শুরু হয় এবং কোথাও কোথাও প্রকাশও হতে থাকে। প্রকৃতি এবং অতীন্দ্রিয় বিষয় নিয়ে লিখলিখির প্রতি আকর্ষণ বোধ হয় বেশি। ।