মানিক বৈরাগী মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক পরিবারের সন্তান হিসাবে খেলাঘর আসর,উদীচীর হাত দিয়ে লেখালেখি শুরু।মাঝপথে নব্বই এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন,শহীদ জননী জাহানারা ইমামের আহবানে ঘাতক দালাল নির্মুল কমিটির হয়ে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের দায়িত্ব গ্রহন ও স্বাধীনতা বিরোধী দের বিচারের দাবিতে আন্দোলন। ছাত্র আন্দোলন ও সংগ্রাম করতে নিজ জীবনে নেমে সাম্প্রদায়িক শক্তির নির্মম আঘাত। ৮৯এ কলেজ ছাত্র সংসদ নির্বাচন।ছাত্র সংগ্রাম পরিষদ এর প্যানেল থেকে চকরিয়া কলেজ ছাত্র সংসদ এ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন। ৯১সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির কতৃক ডান পা কর্তনের নিমিত্তে হামলা, শিক্ষা লাভের ছেদ পড়ে এতে। বিগত জোট সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্যেশে পুলিশি রিমান্ড,জেল ও বহু মামলার আসামী করা হয়।রিমান্ডে নির্যাতনের ফলে মেরুদণ্ডে আঘাত প্রাপ্ত হয়ে প্রতিবন্ধী জীবন পার করতে হচ্ছে। প্রকাশিত গ্রন্থ গহীনে দ্রোহ নীল-কবিতা গ্রন্থ শুভ্রতার কলঙ্ক মুখস্থ করেছি-কবিতা গ্রন্থ নৈনিতালের দিন-কবিতা গ্রন্থ মুজিববাদী কবিতা-প্রকাশিতব্য বন বিহঙ্গের কথা-শিশুতোষ গল্প ইরাবতী ও কালাদান-শিশুতোষ গল্প। সম্পাদ-গরাণ, সাহিত্যের ছোট কাগজ মুখ্য সম্পাদক -পিতা বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মুখ পত্র।