মাসুদ খান। কবি, লেখক ও অনুবাদক। জন্ম ২৯ মে ১৯৫৯, বাংলাদেশের জয়পুরহাট জেলায়। বর্তমান নিবাস কানাডার অন্টারিও।

তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের সিরাজগঞ্জ। প্রকৌশলবিদ্যায় স্নাতক, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। পেশাগতভাবে তড়িৎ ও ইলেকট্রন প্রকৌশলী।

প্রকাশিত বই: 'পাখিতীর্থদিনে' (১৯৯৩, পুনঃপ্রকাশ ২০১৯), 'নদীকূলে করি বাস' (২০০১), 'সরাইখানা ও হারানো মানুষ' (২০০৬), 'আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি' (২০১১), 'এই ধীর কমলাপ্রবণ সন্ধ্যায়' (২০১৪), 'দেহ-অতিরিক্ত জ্বর' (২০১৫), 'প্রজাপতি ও জংলি ফুলের উপাখ্যান' (২০১৬), 'প্রসন্ন দ্বীপদেশ' (২০১৮), 'গদ্যগুচ্ছ' (২০১৮), 'শ্রেষ্ঠ কবিতা' (২০১৮), 'পাখপাখালির গান পাগলাঝোরার তান' (২০১৯)।