মাহমুদা কে. শিকদার। খুকু নামেই সর্বাধিক পরিচিত।  আটাশির বন্যায় যশোরে জন্ম।  শৈশব- কৈশোর সেখানেই। ২০০৬ সাল থেকে ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া শেষে সেখানেই প্রশিক্ষণরত। মা- বাবার সবচে ছোট সন্তান। ইবনে বতুতার মতো সারাদুনিয়া ভ্রমণের শখ। অনুভব  প্রকাশের জন্য তিনি কবিতা লিখতে চেষ্টা করেন।