মায়িশা তাসনিম ইসলাম। কবি ও শিক্ষার্থী। জন্ম ও বাস ঢাকা শহরে।

অনেকের মতো ছোটবেলা থেকে লেখালিখি শুরু করেননি, তবে দেরিতে হলেও তিনি বিশ্বাস করা শুরু করেছেন কবিতাই প্রথম উপাসনা এবং শব্দের পাঁপড়িতে ফোটা বোধের ফুল। তিনি এটাও বিশ্বাস করেন কলমের মাধ্যমেই মানুষ, পৃথিবী, ঈশ্বর এবং সৃষ্টির মূলকে ধরে ফেলা সম্ভব। বোধের ফুল ফোটানোর এই অনন্ত প্রয়াসে তিনি উপলব্ধি করেছেন সমাজের অসঙ্গতি, উগ্র সাম্প্রদায়িকতার ভয়াবহতা, লিঙ্গ ও বর্ণবৈষম্য কিংবা রক্ষণশীল চেতনার কুফল। তাই কবিতার মাধ্যমে তিনি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে চান আমৃত্যু। মূলত রক্ষণশীল সমাজের কারণে তিনি গৃহবন্দী থাকলেও কবিতাই তাকে দরজার ওপাশে যাযাবর হতে শিখিয়েছে।