মিতা বিশ্বাস বসু। কবি। জন্মেছেন ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতার দমদম-এ।
পড়াশুনা করেছেন রবীন্দ্রভারতী (জোড়াসাঁকো) বিশ্ববিদ্যালয়ে ছবি আঁকা (প্রিন্ট মেকিং আর্ট) নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা। এসময় ভারত সরকারের (মানব-সম্পদ মন্ত্রকের অধীনে) 'ন্যাশানাল স্কলারশিপ' লাভ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে পরেই, নিজের ছবি আঁকা নিয়ে পরীক্ষা- নিরীক্ষার জন্য প্রথমে আমেদাবাদ-এর 'কানোরিয়া সেন্টার ফর আর্টস ফেলোশিপ' ও পরবর্তীতে মানবসম্পদ মন্ত্রণালয়ের 'জুনিয়র ফেলোশিপ'-এর জন্য নির্বাচিত হন।