মিলন ফারাবী। জন্ম ১৯৬৬। বরিশাল জেলার সাবেক পিরোজপুর মহকুমার স্বরুপকাঠিতে। ভারতবর্ষের বাসিন্দা। নিবাস স্বরুপকাঠি। পেশায় কথাকার। ভ্রমণপ্রিয়। উপমহাদেশসহ পাহাড়-সমুদ্র-সন্নিহিত এশীয় অঞ্চল নিয়মিত ভ্রমণ করে বেড়ান। লেখালেখি ছাড়া বাগান করেন। সংশয় ও প্রশ্নবাদী পিতার সন্তান; বিশ্বাসে দ্বিতীয় পুরুষ সংশয় ও প্রশ্নবাদী ।