মীর রবি। কবি।

জন্ম ১৯৯৮ খ্রি. ২৪ নভেম্বর রংপুরের প্রান্তিক গ্রাম প্রতাবজয়সেন মুন্সিপাড়ায়। বাবা মীর ফজর আলী, মা রহিমা বেগম। ছোট বেলা থেকেই লেখালেখির নেশা। স্কুল জীবনে দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে ছড়া কবিতা লেখালিখির মধ্য দিয়ে সাহিত্য অঙ্গনে প্রবেশ। সম্প্রতি প্রকাশিত প্রথম কবিতার বই 'অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ' এর জন্য পেয়েছেন আনন্দ আলো ও সিটি ব্যাংক প্রবর্তিত 'সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮'। সম্পাদনা করছেন ছোট কাগজ 'ঠোঙা' ও যুক্ত আছেন সাহিত্যের কাগজ 'মননরেখা'র সঙ্গে।