পেশা হিসেবে শিক্ষকতার সাথে জড়িত। কলেজে পড়ান। সমাজকর্ম বিষয়ের প্রভাষক। কর্মসূত্রে থাকেন চাঁদপুর, কচুয়াতে। জন্মস্থান নরসিংদীতে। প্রকাশিত একক কাব্যগ্রন্থ একটি, ‘দীপ্ত আবির্ভাব’। যৌথ প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, অরণ্যের দিনরাত্রি, বেলা অবেলার গল্পগুচ্ছ, কিছু পরিচিত মুখ ইত্যাদি। মূলত কবিতা লিখেন। গল্পের চর্চাও রয়েছে।