মোস্তফা মঈন। কবি। জন্ম, ৩ মে ১৯৬২ খ্রিস্টাব্দ। বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গৃদান টেংগা গ্রামে।

প্রকাশিত বই: 'কালের সেঁওতি মাপে জল' (২০০১), 'শ্বাস পতনের শব্দ' (২০০৩), 'রক্ত মাংসের শ্লোক' (২০০৮), 'হাড়ের পিয়ানো' (২০১৫), 'গন্ধকুমারী ও পাপচিহ্ন' (২০১৭), 'বাম হাতে সমুদ্র ঠেলছি' (২০১৯)।

লেখালিখির পাশাপাশি তিনি সাহিত্যের ছোট কাগজ ‘ডুমুর’ সম্পাদনা করেন।