মোহাম্মদ ইকবাল। কবি। জন্ম বাংলাদেশের সিলেট জেলায় হলেও তিনি যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। কবিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত।
তিনি অংশুমালী'র যুক্তরাজ্য চ্যাপ্টারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত বই: 'স্রষ্টার শৈল্পিক হাত' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'নিরংসু ক্ষপায়' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'ইস্কাপনের বউ' (কাব্যগ্রন্থ, ২০১৭), 'জাফরানি মৌচাক' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'সংবিধিবদ্ধ নসিহত' (কাব্যগ্রন্থ, ২০১৯), 'বৈষ্ণবীর প্রেম' (কাব্যগ্রন্থ, ২০২০), 'যৌথ গ্রন্থ পঙতিস্বজন' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা' (কাব্যগ্রন্থ, ২০১৭), 'সংহতি নির্বাচিত কাব্য সংকলন -৩' (কাব্যগ্রন্থ, ২০১৭), 'পদাবলির যাত্রা' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'মেঘের আঁচল' (কাব্যগ্রন্থ, ২০১৯), 'বসন্ত বিন্যাস' (কাব্যগ্রন্থ, ২০১৯), 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' (কাব্যগ্রন্থ, ২০২০), 'নির্ভীক ভাবনায়' (কাব্যগ্রন্থ, ২০২০)