মোহাম্মদ নাদিম। কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী। জন্ম ১৩ জুলাই ১৯৭০ বাংলাদেশের ঢাকায়। ১৯৯২ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন। সাংবাদিকতা ও কবিতা লেখার শুরু নব্বই দশকেই। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের সাবেক প্রশিক্ষণার্থী। বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দৈনিক সংবাদপত্র, দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসাবে কর্মরত।
প্রকাশিত বই: ‘অবিন্যস্ত অনুভব’ (কাব্যগ্রন্থ, ১৯৯৬) ও ‘নিউরনে ঝড়’ (কাব্যগ্রন্থ, ১৯৯৭, প্রকাশক বাংলা একাডেমি)। ‘তথ্যক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশাধিকার: সমস্যা ও সম্ভাবনা’ (গবেষণা প্রবন্ধ, ২০০১) এবং ‘ডটার অব দ্য ইস্ট: বেনজির ভুট্টোর আত্মজীবনী’ (অনুবাদ গ্রন্থ, ২০০৮, সহ-অনুবাদক)।