মৌ ভট্টাচার্য। নারী অধিকার কর্মী ও পরিব্রাজক।

আন্তর্জাতিক নারী ও শিশু পাচার নিয়ে দীর্ঘ দু'দশক ধরে কাজ করছেন। সেই সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন। ঘুরে বেড়ানো নেশা। যে কোনো সময় কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে প্রস্তুত তিনি। শখ বেড়ানো নিয়ে লেখা, ছবি তোলা, গান শোনা, বই পড়া, সিনেমা দেখা। এর বাইরে বিশেষ কিছু পারেন না, জানেন ও না।