মৌ মধুবন্তী। কবি ও উদ্যোক্তা।

পঁচিশ বছরের বেশী দেশ ছেড়ে উত্তর আমেরিকায় বাস। আবৃত্তি ধারণ করেন অন্তরের অন্তঃস্থলে। কবিতা লিখেন বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই। তিনি মনে করেন, কাব্য ছাড়া কবির কোন পরিচয় থাকেনা। তাই আত্ম সমালোচনায় প্রত্যয়ী। কবিতাকে ভালোবেসেই তিনি জীবন কাটান। কবিতা লিখার মতো হীমঘরে এখনো তাঁর স্বেচ্ছা নির্বাসন হয় নি। নিজস্বতায় পরম বিশ্বাসী। বাংলাদেশ তাঁর বুকের জমিন। রক্তে জেগে আছে লাল সুর্য। নীল নকশায় তিনি শংকিত নন। সন্তান ও বই তাঁর অন্যতম পরিচয়। কবিতার ব্যাপারে ভীষণ একরোখা ও আপসহীন। মানুষকে ভালবাসেন, তাই নিরন্তর মানুষের মাঝে মানুষ খুঁজে বেড়ান। পেশা অনলাইন বিজনেস ও নিউট্রিশান কলসাল্টেন্সি। সামাজিক কর্মকাণ্ডেও নিরলসভাবে নিবেদিত। রান্না ও ঘুরে বেড়ানো তাঁর প্রবল শখ। দীর্ঘদিন ধরে গীতিকবিতা রচনায় নিবিষ্ট থাকলেও অতি শীঘ্রই তা গান হয়ে সুবাস ছড়ানোর অপেক্ষায়…।

প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘রক্তনদী একা’(২০০৬), ‘অধরা আইফোন’ (২০১১), ‘বাতাসে বৃক্ষপ্রেম’ (২০১২), ‘মন ওড়ে কলাবতী রাগে’ (২০১৬)। গল্প সংকলন: ‘মন পুরাণে ম্যারিলিন মনরো’ (২০১৩)।