যাদব দত্ত। কবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গে। বর্তমানে ঝাড়খণ্ডের জামশেদপুরে নিবাস।

জনাব দত্তের পেশা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। কোলহান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান। কুড়ি বছর ধরে সম্পাদনা করছেন ছোট কাগজ 'বৈরী'।

প্রকাশিত গ্রন্থ ছয়টি। 'এসেছি অসময়ে' (কাব্যগ্রন্থ, কৌরব প্রকাশনী), 'তরল পাখি' (কাব্যগ্রন্থ, বৈরী প্রকাশনী), 'শ্রীমতী মেররিড্রাইভ' (কাব্যগ্রন্থ, নতুন কবিতা প্রকাশনী), 'ঈষৎ অলকানন্দা' (কাব্যগ্রন্থ, এখন বাঙলা কবিতা প্রকাশনী), 'গল্পহীন গল্প ও উপন্যাস' (গদ্যগ্রন্থ, বৈরী প্রকাশনী), 'স্বপনে রয়েছি ভোর' (গদ্যগ্রন্থ, বৈরী প্রকাশনী),।