যুগান্তর মিত্র। গল্পকার ও অনুবাদক। জন্ম ১৭ মে, ১৯৭১, ভারতের কলকাতার কালীঘাট অঞ্চলে। শৈশব থেকেই কল্যাণী শহরের উপকণ্ঠে বসবাস। ইতোমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ: 'ধ্বংসের দিকে যাত্রা' (কাব্যগ্রন্থ), 'কাফকার গল্প' (অনুবাদ গ্রন্থ), 'আত্মহননের কথামালা' (অণুগল্পগ্রন্থ), 'মেঘ রঙের বারান্দা' (অণু্গল্পগ্রন্থ), 'শামুকের গমন পদ্ধতি' (ছোটগল্পগ্রন্থ)।