রঞ্জনা রায়। কবি। জন্ম ১৯৭০ সালের ৩০ শে মে, ভারতের অখণ্ড মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত কোতাইগড় – তুর্কা এস্টেটের জমিদার বংশে। পড়াশুনো ও বসবাস উত্তর কলকাতায়। বেথুন কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। তাঁর প্রপিতামহ স্বর্গীয় চৌধুরী রাধাগোবিন্দ পাল অষ্টাদশ দশকের শেষভাগে 'কুরু -কলঙ্ক' এবং 'সমুদ্র-মন্থন' নামে দুটি কাব্যগ্রন্থ রচনা করে বিদ্বজনের প্রশংসা অর্জন করেছিলেন।

প্রকাশিত বই: 'এই স্বচ্ছ পর্যটন' (কাব্যগ্রন্থ), 'ট্রিগারে ঠেকানো এক নির্দয় আঙুল' (কাব্যগ্রন্থ), 'নিরালা মানবী ঘর' (কাব্যগ্রন্থ), 'ইচ্ছে ঘুড়ির স্বপ্ন উড়ান' (কাব্যগ্রন্থ)।