রঞ্জন মৈত্র। কবি। জন্ম ভারতের পঃবঙ্গের বাঁকুড়া জেলায়, শৈশব কেটেছে বিষ্ণুপুরে, এখন পঃবঙ্গের ইছাপুরে স্থায়ী বাসিন্দা। পেশাগত জীবনে পশ্চিমবঙ্গ সরকারের কমার্শিয়াল ট্যাক্স বিভাগের আধিকারিক ছিলেন।
সম্পাদনা করেছেন 'মুহুর্ত' পত্রিকা, প্রয়াত কবি উত্তর বসুর সহকারী হিসেবে 'ঋকবৈদিক' পত্রিকা। এরপর যথাক্রমে 'কবিতা ক্যাম্পাস' এবং 'নতুন কবিতা' পত্রিকা।
প্রকাশিত বই: 'আমার আজান' (ঋকবৈদিক, ১৯৮৯), 'সুবর্ণরেখা রানওয়ে' (কৌরব, ১৯৯৩), 'সেভেন বেলোর বাড়ি' (কবিতা ক্যাম্পাস, ১৯৯৭), 'কলোকাল ট্রেন' (কৌরব, ২০০৮), 'আলোতোয়া অডিওমঞ্জরী' (নতুন কবিতা, ২০০৮), 'পা'কে বলে দেখি' (নতুন কবিতা, ২০১৫), 'চাঁদ নামের অটোআলা' (সৃষ্টিসুখ, ২০২০) এবং 'রঞ্জনরশ্মি' (নির্বাচিত কবিতা সংকলন, কৌরব; ২০১১)।