রবীন বসু। কবি ও গল্পকার। জন্ম ১৯৫৮ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বর্তমানে কলকাতা নিবাসী। লেখাপড়া করেছেনে অনার্সসহ স্নাতক, ডিপ্লোমা-ইন-প্রিন্টিং টেকনোলজি। পেশাগত জীবনে তিনি মুদ্রণ সংস্থায় কর্মরত।

প্রকাশিত বই:  'ভাঙন' (উপন্যাস), 'সাম্প্রতিক দু'জন' (কাব্যগ্রন্থ), 'পঁচিশে বোশেখের কবিতা' (কাব্যগ্রন্থ), 'নাবিক ও জল কন্যার গল্প' (কাব্যগ্রন্থ), 'ধর্ম ভাসে জলজ শ্যাওলায়' (কাব্যগ্রন্থ), 'জন্মের প্রবাহিত ঋণ' (কাব্যগ্রন্থ), 'হাওয়ায় ওড়ে মেঘজীবন' (গল্পগ্রন্থ)। এছাড়াও রয়েছে সম্পাদিত পত্রিকা অন্বেষণ এবং নয়৬