রাখীবৃতা বিশ্বাস, পিএইচডি। কবি ও অধ্যাপক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়। লেখাপড়া করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ্ বিদ্যা এবং শিক্ষাতত্ত্ব উভয় বিষয়ে স্নাতকোত্তর এবং পরবর্তীকালে এডুকেশনাল সাইকোলজি বিষয় নিয়ে করেছেন গবেষণা। অধ্যাপনা করছেন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে। পেশাগত কাজের মধ্যেও তিনি কবিতাচর্চা করেন।