রাহুল ঘোষ। কবি, গদ্যকার ও সম্পাদক। জন্ম কলকাতায়, ১৯৭৪ সালে। বেড়ে ওঠা মুর্শিদাবাদ জেলার সদর-শহর বহরমপুরে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর পড়াশোনা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে। পেশাগত দিক থেকে তিনি অতিথি অধ্যাপক, সংবাদমাধ্যমে সাব-এডিটর ও প্রকাশনা শিল্পকর্মীর দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত বই: 'বৃষ্টি শেষে' (গল্পগ্রন্থ, ২০০১), 'আবার লখিন্দর' (গল্পগ্রন্থ, ২০০৪), 'ইচ্ছেকথা' (কাব্যগ্রন্থ, ২০০৭), 'বিষযাপন অমৃতসুখ' (কাব্যগ্রন্থ, ২০১১), 'ছয় খেয়ার পাললিক' (যৌথ কাব্যগ্রন্থ, ২০১৪), 'গানের ওপারে' (কাব্যগ্রন্থ, ২০১৫)।