রুখসানা কাজল। গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষাবিদ। জন্ম বাংলাদেশের ঢাকায়, ১৯৬৫ খ্রিস্টাব্দে।

পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স। একটি অসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।

প্রকাশিত বই: 'তোমার জন্যে মেয়ে' (উপন্যাস), 'আহা জীবন' (উপন্যাস), 'জলের অক্ষর' (ছোটগল্প), 'নুনফলগল্পগুলি' (ছোটগল্প)।