রুনা লেইস। লেখক, চিত্রশিল্পী ও বাচিকশিল্পী। জন্ম ও বসবাস বাংলাদেশের সুনামগঞ্জ। পড়াশুনা করেছেন গ্রাফিক্স ডিজাইনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হতে। বর্তমানে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। অংকন ও আবৃত্তির স্কুল পরিচালনার পাশাপাশি লেখালিখি জারি রেখেছেন। এর বাইরে তিনি সুনামগঞ্জ জেলা শিল্প একাডেমির সদস্য, এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতির দায়িত্বপালন করছেন।