রেজাউদ্দিন স্টালিন। কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। জন্ম ২২শে নভেম্বর, ১৯৬২ বাংলাদেশের যশোর। তিনি আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত। কৈশরেই লেখালেখি শুরু। ১৯৭০ সালে যশোর থেকে প্রকাশিত শতদল পত্রিকায় প্রথম 'শপথ' নামে কবিতা প্রকাশ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উপ-পরিচালক হিসেবেও দায়িত্বপালন করেছেন। বিভিন্ন টেলিভিশন ও মঞ্চে জনপ্রিয় উপস্থাপক হিসেবেও স্টালিন জনপ্রিয়।
প্রকাশিত বই: তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ১০১টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ৬৫টি। উল্লেখ্যোগ্য কিছু গ্রন্থ হলো- ফিরিনি অবাধ্য আমি, ভেঙে আনো ভেতরে অন্তরে, সেইসব ছদ্মবেশ, আঙুলের জন দ্বৈরথ, হিংস্র নৈশভোজ, ভাঙা দালানের স্বরলিপি, সবজন্মে শত্রু ছিলো যে, জ্যামিতি বাক্সের গল্প, তদন্তরিপোর্ট, অবুঝ যাদুঘর, প্রতিবিদ্যা। ছড়াগ্রন্থ- হাঁটতে থাকো, শৈশব এবং চিরশিশু। গদ্য বই- রবীন্দ্রনাথ আরোগ্য, নজরুলের আত্ম নৈরাত্ম, নির্বাসিত তারুণ্য, কাঠ কয়লায় লেখা। এছাড়াও কবিতা অনূদিত হয়েছে-ইংরেজি, হিন্দী, উর্দু, হিন্দী, উড়িয়া, স্পেনিশ, গ্রিক, রোমানিয়ান, ফরাসি, জাপানি, নেপালি, সুইডিশ ও রুশসহ ২১টি ভাষায়।
সম্পাদনা করেছেন: রৌদ্রদিন এবং পদাবলি।
ভিডিও সিডি ১০টি। আবৃত্তি অ্যালবাম- ৬টি। প্রদীপ ঘোষের কণ্ঠে আবৃত্তি অ্যালবাম- আবার একদিন বৃষ্টি হবে।
সম্মাননা: কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র, ভারতের সব্যসাচী পুরস্কার, পশ্চিমবঙ্গের সেন্টার ফর স্টেজ সম্মাননা, সিটি আনন্দ আলো পুরস্কার, খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার, ধারা সাহিত্য আসর পুরস্কার, তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, লসএঞ্জেলস বাদাম সম্মাননা, লসএঞ্জেলস রাইটার্স ক্লাব সম্মাননা, ইংল্যান্ড জার্নালিস্ট এসোসিয়েশন সম্মাননা প্রভৃতি।