রাজ্য
রাজ্য তোমার রাজ্যে ঘুরছি আজও অন্ধের স্বভাবে; লোকোত্তর বৃক্ষের নীচে বিশ্বাস খুঁজে বেড়াই ভালোলাগার অভাবে।…..
রাজ্য তোমার রাজ্যে ঘুরছি আজও অন্ধের স্বভাবে; লোকোত্তর বৃক্ষের নীচে বিশ্বাস খুঁজে বেড়াই ভালোলাগার অভাবে।…..
বিচ্ছিন্নতার মতন দ্বান্দ্বিক এ জীবন শৈশব, কৈশোর পেরুতে পেরুতে অনিচ্ছার স্রোতে ক্রমাগত ডুবে যায় চোরাবালির…..
যাপনের ভেতর কখনও বন্ধুর ফোন এলে আকাশ আর হাওয়ার যুগলে ঘিরে ধরে লাজুক জোনাকি, জোছনার…..
অগ্নিকাণ্ড আমার চৌহদ্দিতে ধ্বংসস্তুপের ভীড় পুনর্বার নুয়ে পড়া অতীতের তীর জীবনের মাঝপথে রেখে যায় সম্পর্কের…..
আশ্চর্য আশায় তবু বসে থাকে স্বর্গালোকের মোহ তাকে মধ্যযুগের অশ্বারোহীর মত দৌড়ায় টাইপরাইটারের তোবড়ানো দ্বিধা-পাড়ায়…..
বিতৃষ্ণা অনেকদিন প্রিয়জনের দেখা নেই এত এত দিন- মাঝে মাঝে নামও মনে পড়ে না; বিলুপ্ত…..
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
দ্বি স্মৃতির শোরগোলে স্মৃতিস্তম্ভের ছায়াতলে থরথর কাঁপে অতীত স্বপ্নের বনানী বদলে দেয়া শীত আদিগন্ত শূন্যতার…..
হতচকিত এভাবেই বেঁচে থাকা গোলকধাঁধার মত আঁকাবাঁকা খানাখন্দ পথ- ঠিকানা বিহীন নিরুপায় নিরুদ্বিগ্নতায় বিলীন এভাবেই…..
তবু তার জন্যে তবু তার জন্য একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা বয়সের ভেতর…..