লক্ষ্মীকান্ত মণ্ডল। কবি।  জন্ম ১৯৬৯ সালে, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের পশ্চিম মেদিনীপুরে। পেশাগত জীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রকাশিত বই: হঠাৎ হঠাৎই (১৯৯৮), মানুষের নদী (২০০০), খরানদীর বৃষ্টি সম্ভব (২০১০), সজনেফুল ও নিঃশর্ত সমর্পণ (২০১১), আঁধারের পাঁজর (২০১২)।