শর্মিষ্ঠা ঘোষ। কবি ও লেখক। জন্ম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এ ১৯৭৪ সালে। বর্তমানে এই শহরেই তাঁর কর্মজীবন অতিবাহিত হচ্ছে। ছাত্রাবস্থা থেকেই লেখালিখি শুরু। কবিতাই প্রথম পছন্দ। তাছাড়াও গল্প প্রবন্ধ লিখে থাকেন। অবসরে অনুবাদ করেন ইংরেজি ভাষা থেকে। এ পর্যন্ত প্রকাশিত একক কাব্যগ্রন্থ চারটি। 'অলীক অলীক ভালোবাসা', 'স্পর্শবিন্দু', 'এখন সংহত অন্দরে' এবং 'ভুয়ো প্রেম.কম'। তাছাড়া মিলিজুলি কাব্যগ্রন্থ তিনটি। 'নাকছাবির কথকতা' এবং 'প্রকৃত সারসী' বিশেষভাবে উল্লেখ্য। প্রধানত লিটল ম্যাগাজিন এবং কিছু বাণিজ্যিক পত্রিকায় নিয়মিত লেখালিখি করে থাকেন।