আসল নাম শেখ খলিল। শাখা নির্ভানা, এই ছদ্মনামে প্রিণ্টিং ও ইনেক্ট্রনিক মিডিয়ায় লিখছেন প্রায় একযুগ ধরে। ছোটগল্প ও প্রবন্ধ লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই লেখকের দুইখানি বই বাজারে বেরিয়েছে, একটা উপণ্যাস, নাম প্রবাসে পরবাসী মন এবং অপরটি, ছোটগল্প- ১ম পর্ব, ব্রাত্যজনের গল্পকথা। পেশায় প্রকৌশলী। বর্তমানে কানাডার সেকেণ্ডারী পর্যায়ে শিক্ষকতার সাথে জড়িত। কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন ১৯৯৮ সালে। জন্ম বাংলাদেশের খুলনা জেলায়। বেড়েওঠা, লেখাপড়া সেখানেই।