শান্তনু পাত্র। কবি। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের অন্তর্গত বাঁকুড়া জেলার মুচডাঙ্গা গ্রামে, ১৩ ই অক্টোবর ১৯৮৪ সালে।

শূন্য দশক থেকেই লেখালেখি শুরু। লেখালিখির পাশাপাশি তিনি 'ঢলকিশোর' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত।

প্রকাশিত বই: চারটি। 'জাতিস্মর' (২০১৭), 'জিরো গ্র‍্যাভিটি' (২০১৮), 'সংসার পেতেছে প্রিয় গাছ' (২০১৮), 'পাথরকুচি' (২০১৯)।