শাম্মী তুলতুল। ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক। জন্ম বাংলাদেশের চট্টগ্রাম শহরে। শাম্মীর নানা ডাক্তার কাজী এজহারুল ইসলাম ছিলেন দৌলত কবির বংশধর। নানি কাজী লতিফা হক ছিলেন বিখ্যাত বেগম পত্রিকার লেখক ও গীতিকার। অপরদিকে দাদা আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন সুপরিচিত লেখক, কলামিস্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, শিক্ষক ও কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল।

প্রকাশিত বই: ১৪টি। সম্মাননা: লেখালেখির অবদানের জন্য পেয়েছেন কবি নজরুল অগ্নিবীণা শিশুসাহিত্য পুরস্কার।