শারমিন সুলতানা রীনা। কবি ও ছড়াকার। জন্ম বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়, বর্তমান নিবাস ঢাকা।

প্রকাশিত বই: 'মুজিব মানে বাংলাদেশ' (ছড়া, ২০২১), 'মা এক পৃথিবী' ((ছড়া, ২০১২), 'আমার কেবল ইচ্ছে করে' (ছড়া, ২০১৬), 'চড়ুই পাখির ছানা' (ছড়া, ২০১৫), 'বাবা আমার বাবা' (ছড়া, ২০১৭), 'মামদো ভূতের জন্মদিন'[ (ছড়া, ২০১৯), 'এক সমুদ্র দীর্ঘশ্বাস' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'বেদনার উজ্জ্বল পিঠ' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'নীলকণ্ঠ পাখি' (ছোটগল্প, ২০২০)