শীলা বিশ্বাস। কবি। জন্ম ১৯৭২, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের হাওড়ায়।

লেখাপড়া করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, স্নাতক। ভারতের কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগে কর্মরত। লেখালিখি তাঁর প্যাশন। তাঁর লেখার বিষয় মূলত কবিতা, অন্যান্য প্রচেষ্টা গল্প, প্রবন্ধ। সম্পাদনা করেন ত্রৈমাসিক ওয়েবম্যাগ 'এবং সইকথা'।

প্রকাশিত বই: 'হেমিংটনের জন্য' (কাব্যগ্রন্থ, ২০১৪), 'অন্তর্গত স্বর' (কাব্যগ্রন্থ, ২০১৫), 'নেবুলা মেঘের মান্দাসে' (কাব্যগ্রন্থ, ২০১৮)।