শুভংকর গুহ। কথাসাহিত্যিক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

প্রকাশিত বই: 'জগন্নাথবাবুর নিরুদ্দেশ যাত্রা' (গল্পগ্রন্থ, ২০০০), 'ফিরে এল উড়ান' (গল্পগ্রন্থ, ২০০৭), 'প্রত্নযামিনী' (গল্পগ্রন্থ, ২০০৮),  'বিয়োর' (উপন্যাস, ২০১১), 'পঞ্চাশটি গল্প' (গল্প সংগ্রহ, ২০১৭), 'শ্রেষ্ঠ গল্প' (২০১৮) 'সাইকেলচারির আত্মকথা ও অন্যান্য' (তিনটি উপন্যাসের সংগ্রহ, উপত্যকায় ভাইরাস, নিসর্গ ক্রমশ, সাইকেলচারির আত্মকথা,  ২০১৮-১৯ বইমেলা)।

সম্মাননা পেয়েছেন: ২০০০ সালে এবং সাহিত্য পত্রিকা পুরস্কার, ২০১৯ সালে কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের গল্প লেখকের পুরস্কার।