শুভ্রদীপ রায়ের জন্ম ১৯৮৭ সালের ১০ই সেপ্টেম্বর।তিনি পশ্চিমবঙ্গের একজন প্রথম দশকের কবি। 'উত্তরের কবিমন' পত্রিকার চার সম্পাদকের একজন। ভিন্নস্বরের ও এক্সপেরিমেন্টাল লেখা লিখতে আগ্রহী।লিটারেরি থিওরি সম্পর্কিত বই,সিনেমা সম্পর্কিত লেখা, কমিক্স পড়তে ভালবাসেন। বাউল আর ক্লাসিকাল গান শোনায় আগ্রহী।আর ভাল লাগে বন্ধুসঙ্গ।