শুভ্র বন্দ্যোপাধ্যায়। কবি, স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির শিক্ষক। জন্ম ১৯৭৮, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।
তিনি অংশুমালীর স্প্যানিশ ভার্সনের সম্পাদক।
প্রকাশিত বই: বাংলায় প্রকাশিত কবিতার বই ৪টি। ইউরোপের স্পেন থেকেও তাঁর তিনটি কবিতার বই প্রকাশ পেয়েছে।
সম্মাননা: বৌদ্ধলেখমালা ও অন্যান্য শ্রমণ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমির যুব পুরস্কার এবং মল্লিকা সেনগুপ্ত পুরস্কার। ইউরোপের স্পেনে পেয়েছেন আন্তোনিও মাচাদো কবিতাবৃত্তি, পোয়েতাস দে ওত্রোস মুন্দোস সম্মাননা। ডাক পেয়েছেন মেদেইয়িন আন্তর্জাতিক কবিতা উৎসব ও এক্সপোয়েসিয়া, জয়পুর লিটেরারি মিটসহ বেশ কিছু আন্তর্জাতিক সাহিত্য উৎসবে। অংশ নিয়েছেন Poetry connections India-Wales প্রকল্পে।