শেলী সেনগুপ্তা। কবি, গল্পকার ও শিশু সাহিত্যিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাঙলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রির পর পেশাগত জীবনে কলেজে অধ্যাপনা করেছেন। বর্তমানে অবসর গ্রহণ করে লেখালিখি ও সংসার দেখাশুনা করে সময় কাটান।

শেলী সেনগুপ্তা তার ভাবনায় ও রচনায় কাব্য ও গদ্যকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি সত্যকে দেখেন আপন দৃষ্টিতে । সত্যদর্শনের ক্ষমতা তারই, তিনি তার ভাবনেধাবনে লুকোছাপা রাখেন না । তার অনুভূতিতে কুয়াশা নেই ও বোধনে কিংবা লোকনে কোন অস্বচ্ছতা নেই। তিনি বিশ্বাস করেন,এই বিশ্বাসের লোকগুলো চরণেচারণে ও উচ্চারণে ঋজু থাকতে পারে। সত্যপ্রকাশে তারা কখনো পরাম্মুখ হয়না। পরিশ্রমী ও মেধাবী সাহিত্যকর্মী হিসেবে শেলী সেনগুপ্তা ইতোমধ্যে তার একটি পরিচিতি নির্মান করেছেন, অন্তর্মূখিতাকে ধরে রেখেছেন আপন আনন্দে।

পরিণত বয়সে লিখার ভুবনে আসা প্রজনিষ্ণুতায় নামা শেলী সেনগুপ্তা শপ্রতিশত স্বনির্মিত মানুষ। যা কিছু তার অর্জন, যা কিছু তার পরিচিতি তার সবই নিজের চেষ্টাই অর্জিত।

প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৪টি।