শৌভিক দত্ত। কবি ও ব্যাঙ্কার। জন্ম ১ মে ১৯৭৩ খ্রিস্টাব্দ, ভারতের আসামের শিলচরে; বর্তমান নিবাস কলকাতা।

বাবার বদলী চাকরির সুত্রে দীর্ঘদিন মেঘালয়ের শিলং-এ বসবাস। পড়াশোনাও সেখানেই। নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক করেছেন। বর্তমানে কলকাতায় ইউনিয়ন ব্যাঙ্কে কর্মরত। লেখালেখির শুরু নব্বই দশকে।

প্রকাশিত কাব্যগ্রন্থঃ 'হায়ারোগ্লিফিক্স' (২০০১), 'রাত হাঁটা রোমিং স্টেশন' (২০১০), 'কথা বলা চোখ' (২০১৩) এবং 'নির্জন তামাক' (২০১৭)

গণিত

গণিত

ট্রেনসুমারী সম্ভাবনার বাইরে একটা ডোরাকাটা জানালা কিছু অযাচিত থাকে মিশ্র সেই অংশ আমায় আলো পড়ায়…..