শ্রাবণী জুঁই। কবি ও প্রকৌশলী।

তিনি পেট্রোবাংলার অধীন গ্যাস কোম্পানিতে কর্মরত। পড়াশোনা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। সিলেটে থাকেন। লেখালেখি তাঁর ভালোবাসার জায়গা। মূলত ফেসবুকেই নিয়মিত লিখেন। ফেসবুকভিত্তিক সাহিত্য গ্রুপ পেন্সিল, পোস্টবক্স, খেরোখাতা, জানালা, স্বরলিপিতে নিয়মিতই কবিতা লিখছেন। ২০১৭ তে বাংলা একাডেমি বইমেলায় পেন্সিল সংকলন, বারোজন নারী কবির বই একটু ভালোবাসা তোমার জন্য, পোস্টবক্স বৈশাখী সংকলন, ২০১৮ তে পোস্টবক্স সংকলন, প্রমিলা কবিদের কবিতা সংকলন তাহাদের শব্দ প্রপাত সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও ২০১৮ তে চৈতন্য প্রকাশনী থেকে দু'জন কবির সাথে সম্মিলিতভাবে প্রকাশিত বই 'কাকতাড়ুয়াদের ভীড়ে দুটি ক্যারাভান হৃদয়' ও 'একটি গন্ধরাজ' প্রকাশিত হয়েছে।