শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়। কবি ও গল্পকার। জন্ম ৫ই ডিসেম্বর ১৯৭১, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

লেখাপড়া বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স নিয়ে বিএসসি, বিএড, এমবিএ। চাকরিজীবনকে বেছে না নিয়ে তিনি পুরোপুরি লেখালিখিকেই বেছে নিয়েছেন। পদ্য ও গদ্য উভয় শাখাতেই বিশেষ সমীহ লাভ করেছেন। ২০১২ খ্রিস্টাব্দে বঙ্গ সংস্কৃতি পুরস্কার, ২০১৬-১৭ খ্রিস্টাব্দে ঋতবাক ‘এসো গল্প লিখি’ পুরস্কার, ২০১৬ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ গল্পের জন্য শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার, ২০১৮ খ্রিস্টাব্দে ঊষা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, এবং ছোটগল্পের জন্য ২০১৮ খ্রিস্টাব্দে পেয়েছেন নবপ্রভাত রজত জয়ন্তী বর্ষ সাহিত্য সম্মাননা।