সজল জাহিদ। ভ্রমণপিপাসু লেখক।

সজল জাহিদ তাঁর লেখক নাম, তবে জন্মসনদ অনুযায়ী মোঃ জাহিদুল ইসলাম। জন্ম পাবনা জেলার পদ্মার তীর ঘেঁষা আর হার্ডিং ব্রিজের ঝমঝমে শব্দে মুখরিত পাকশীতে ১৯৮২ সালের ৮ মার্চ। বেড়ে ওঠা দিনাজপুর জেলার, পার্বতীপুরে। আবেগ, অনুভূতি, ইচ্ছা-অনিচ্ছা আর চাওয়া-পাওয়ার বোধগুলো সেখানেই অঙ্কুরিত। সজলের বাবার বাড়ি পিরোজপুর, আর সেই সুত্রে বলা যায় তিনি পিরোজপুরের মানুষ! স্কুল-কলেজ কোন রকমে পেরিয়ে, ২০০১ সালে ভর্তি হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। ছাত্র ছিল লোক প্রশাসন বিভাগের, কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যেতো অর্থনীতি বিভাগে! রবীন্দ্র ভবন ছাড়িয়ে মমতাজউদ্দিন কলা ভবনে! কেন? সে কৌতূহলটুকু লেখক আড়ালেই রেখেছেন।

২০০৬ এ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে, সবার যেখানে জীবিকার ঠিকানা, সেই জনাকীর্ণ ঢাকা শহরের অসম্ভব বাস্তবতায় এসে মুখ থুবড়ে পরেন। জীবনের সহস্র সংঘাত মাড়িয়ে, জীবনকে কোন রকমে ঠেলেঠুলে চালিয়ে নেয়া। এরপর চাকুরী নিরাপত্তা ও ভবিষ্যৎ ভাবনায় মানব সম্পদে একটি এমবিএ ডিগ্রি নেয়া। উচ্চতর ডিগ্রির শেষ পরীক্ষার দিন থেকেই তাঁর লেখালেখির শুরু, একেবারেই শখের বসে; কাজের ফাঁকে ফাঁকে একটু অবসরে। কিন্তু সে নেশা যে নেশা থেকে নিশ্বাসের মত হয়ে যাবে সেটা তিনি ভাবতেই পারেন নি।