সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। লেখক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়। পেশাগতভাবে ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা সি.এস.আই.আর এ কর্মরত।

প্রকাশিত বই: 'ইচ্ছে পাখীর স্বপ্ন' (২০১৭), 'বিশল্যকরণী' (২০১৮), 'কবিতা পাড়ার ছলাৎছল' (২০১৭), 'ঈশ্বরের চোখ অথবা কাতিল' (২০১৭), 'কলম যখন কথা বলে' (২০১৭), 'পদ্মাক্ষর' (বাংলাদেশ, ২০১৮), 'ভরাডুবি অঞ্জলি' (বাংলাদেশ, ২০১৮), 'মন বীনার ঝংকারে' (আন্তঃজেলা কাব্য সংকলন, ২০১৮), 'অনুভবে তুমি ২য় খণ্ড' (২০১৮), 'নবারুস দ্বিতীয় খণ্ড'।