সমীরণ ঘোষ। লেখক, কবি ও অনুবাদক। জন্ম ১৯৫৫, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর। প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ।

প্রকাশিত বই: 'কবিতাসংগ্রহ' (কবিতাগ্রন্থ), 'চাঁদলাগা চৌষট্টি আশমান' (কবিতাগ্রন্থ), 'অন্তর্বর্তীরেখা' (কবিতাগ্রন্থ), 'কালো পাথরের হারমোনিয়াম' (কবিতাগ্রন্থ), 'মরচে গোধূলির পাঠ' (কবিতাগ্রন্থ), 'প্রিয় পঞ্চবিংশতি' (কবিতাগ্রন্থ), 'সান্ধ্য ভায়োলিন' (কবিতাগ্রন্থ), 'হাড়ের দূরবিন' (কবিতাগ্রন্থ), 'মরিচগন্ধের সেতু' (কবিতাগ্রন্থ), 'সুইফট নির্মিত প্রাসাদ' (অনূদিত নাটক)।