সরোয়ারে কায়েনাত। কবি। জন্ম ৫ মে ১৯৮০ খ্রিস্টাব্দ। উজিরপুর, বরিশাল; বাংলাদেশ।

জীবিকাসূত্রে বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এ কর্মরত। সেসূত্রে বরিশাল শহরে বসবাস। বেশ কয়েকবছর যাবত তিনি কবিতা লিখছেন।  কবিতার এই দীক্ষিত পাঠক, কায়েনাত; কিন্তু এখন অব্দি গ্রন্থপ্রকাশের অস্থিরতা তাঁকে গ্রাস করেনি।