ঝরা পাতা
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
কেন এই মৌনতা সুখের পাপিয়া দুখের অবগাহনে দৃষ্টি অদৃশ্য চুম্বনে ছায়া হয়ে খুঁজে নীড় তৃষার্ত…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
জীবনের ভাঁজে ভাঁজে কথার ফুলঝুরি কিছু সুখ কিছু হাসির মাখামাখি হৃদয়ের স্পন্দনে সাজানো বাগান…..
মায়াবিনী নিঃশ্বাসে বাতাস বিষের নীলে জর্জরিত ভালোবাসার রঙ সেখানে ধূলিসাত বৃথাই মায়ার বাঁধনে আটকে আছি…..
অহমিকা আত্মগরিমায় আজ অন্ধ হয়ে আছো, বিবেকের দংশনে মননে নেই বিশ্বাস। কর্মে ব্যস্ততা সময়ের আবর্তে…..
বিদায় জীর্ণদেহে নিঃশ্বাসে দমবন্ধ লগ্ন অস্তিত্বে মৃত্যুর করালগ্রাস, নিঃশব্দে দু’ফোঁটা অশ্রু বিসর্জন আলিঙ্গনে সিক্ত তোমায়…..
ভালোবাসি ভালোবাসি তোমার প্রেমের গহীন সমুদ্রে দিতে চাই ডুব তোমার বাহুর বাঁধনে জীবনের নিঃশ্বাস তোমার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..