সায়ন্তনী নাগ। কবি, লেখক ও প্রকৌশলী।

জন্ম ১৯৭২, কোলকাতা। পেশায় ভারতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার। লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকা দুইয়েই লেখালেখি। সাত বছর নতুনশতক মনকলম পত্রিকার সম্পাদনা, এখনো ওই পত্রিকার সাথেই যুক্ত।

প্রকাশিত বই- 'চেনা গন্ধ চেনা অবিশ্বাস' (কাব্যগ্রন্থ), 'কাকে দেব শুদ্ধকল্যাণ' (কাব্যগ্রন্থ), 'খড়কুটো ঘরবাড়ি' (নভেলেট), 'পাখিদের দ্বীপ' (গল্প)।

'কুসুমের ফেরা সাহিত্য সম্মান', 'বার্তা' ও 'ধ্রুব সাহিত্য কহন' পত্রিকার পক্ষ থেকে পুরস্কৃত।