সুবীর সরকার। কবি ও গদ্যকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কোচবিহার। তিনি মূলত নয়ের দশকে লিখতে আসা স্বতন্ত্র উচ্চারণের কবি ও গদ্যকার। এ পর্যন্ত তাঁর লেখা প্রায় ৩০টি বই প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বই:

কবিতার বই: 'যাপনচিত্র' (১৯৯৬), 'সাদা ঘোড়া ও লোকপুরণের কবিতা' (১৯৯৮), 'তন্ত্রপুস্তক' (২০০১), 'চর্যাপদের হরিণ' (২০০২), 'সেপ্টেম্বরের পৃথিবী' (২০০৪), 'এখন অপেরা' (২০০৫), 'পাখিরা ভাঙা সেতুর গান' (২০০৫), 'বরফ বিষয়ক সেমিনার' (২০০৭), 'যাত্রানাইট' (২০০৯), 'নির্বাচিত কবিতা' (২০১২), 'নাচঘর' (২০১৭), 'লোকসংগীত শুনি' (২০১৯)।

গদ্যের বই: 'শোলক গাঁথা' (২০০৪), 'এপিটাফ' (২০০৬), 'মাহুত বন্ধু রে' (২০১৪), 'গানবাড়ি ধানবাড়ি' (২০১৫), 'আমার আব্বাসউদ্দীন' (২০১৬), 'লালমনি পরিবহণ' (২০১৬), 'উত্তরজনপদবৃত্তান্ত' (২০১৮), 'মাতব্বর বৃত্তান্ত' (২০১৮), 'হেরম্বচরিত' (২০১৯)।

রেস্তোরাঁ

রেস্তোরাঁ

রেস্তোরাঁ অলৌকিক রেস্তোরাঁ থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম আমরা স্বরবর্ণের মতন সন্ধে নামে আমাদের…..