কবি পরিচিতি:  সুভানের জন্ম ১০ই জানুয়ারি, ১৯৮৮, শিলিগুড়িতে। প্রথম লেখা প্রকাশ ২০০৬এ। এ যাবৎ, তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। কবিতা লেখার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসেন বা বলা যায় পেশা ও ভালোবাসা ছবি আঁকা। রবীন্দ্রসঙ্গীত ও বাংলা লোকগান শুনতে ভালোবাসেন। "উত্তরের কবিমন" কবিতার কাগজটির অন্যতম সম্পাদক।