সুমন মল্লিক। কবি। জন্ম: ২৬ এপ্রিল ১৯৮৫, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে৷প্রথম দশকের (ভারতে) একজন উল্লেখযোগ্য কবি৷
শিক্ষা: ইংরেজি সাহিত্যে এম,এ৷ কবিতার জগৎ ও লিখনশৈলী একেবারেই নিজস্ব৷ প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১৫–এ৷ এযাবৎ প্রকাশিত কবিতার বই পাঁচটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন সক্রিয় সদস্য৷ বর্তমানে সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক৷